বিয়ের অনুষ্ঠানে হঠাৎ আগন্তুক ট্রাম্প
বিয়ের অনুষ্ঠানের হইহুল্লোড় ও আনন্দ সবারই পছন্দের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যে তাঁদের ব্যতিক্রম নন, তা বোঝা গেল গত শনিবার রাতে। ওই দিন পাশেই একটি বিয়ের অনুষ্ঠানের আমোদ দেখে আচমকা সেখানে গিয়ে হাজির হন তিনি। অনুষ্ঠানে দেশের প্রেসিডেন্টকে দেখে সবার চোখ তো তখন চড়কগাছ। এই সময় উপস্থিত সবাইকে ট্রাম্প বলেন, ‘আমি বিয়ের অনুষ্ঠান পছন্দ করি।’
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্পের নিজের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, টাইবিহীন কালো স্যুট পরা ট্রাম্প দরজার পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে খোশগল্প করছেন।
 
                                 
			
          
				 
				 
				 
				 
				



