কানাডায় ঘরে ঘরে পারিবারিক ঈদের নামাজ
কানাডায় শনি ও রবিবার দুই দিন ঈদুল ফেতর পালিত হয়েছে। তবে দেশের কোথাও ঈদের জামাতের খবর পাওয়া যায়নি।করোনার জন্য জন সমাবেশ নিষিদ্ধ থাকায় এ বছর ঘরে ঘরে পারিবারিক ভাবে ঈদের নামাজের খবর পাওয়া গেছে।
শুধু কানাডাতেই নয়; একই ভাবে আমেরিকা থেকেও ড্রয়িং রুমে ঈদের মিনি জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। আবার কেউ কেউ বাসার পেছনে খালি জায়গায় নিজেদের মতো করে ছোট্ট পরিসরে নামাজ পড়েন।
টরন্টোর সাংবাদিক মাহবুব ওসমানী জানান, তিনি তার ইটোবিকো বাসা থেকে শহরের বাইরে লেনজে এক আত্মীয়’র বাড়িতে বেড়াতে যান এবং সেখানেই ঈদ উদযাপন করেন। পরে সবাই মিলে ঘরে মেজেতেই নামাজ আদায় করেন।তিনি বলেন, শুধু মাত্র পারিবারের সদস্য নিয়ে ঈদের নামাজ পড়ার অভিজ্ঞতাটা ভিন্ন রকমের।
মন্ট্রিয়ল থেকে মাইনুল সরকার জানান, তিনি একাই ঘরে ঈদের নামাজ পড়েন। যদিও তার বন্ধুরা বাইরে গাড়িতে গাড়িতে অবস্থা করে ঈদের নামাজের আহ্বান জানালেও সেখানে তার যাওয়া হয়নি।অপর দিকে, কেউ কেউ সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে খোলা মাঠে নামাজ পড়তে চাইলেও নগর কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।
খবর সারাবেলা / ২৬ মে এপ্রিল ২০২০ / এমএম