করোনাভাইরাস কোথায় কতক্ষণ বাঁচে
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলছেন বেশিরভাগ মানুষ। তবে এই ভাইরাস কোথায় কতক্ষণ বেঁচে থাকতে পারে তা অনেকেরই জানা নেই।সম্প্রতি যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একজন ভাইরোলজিস্ট নিলৎজে ফান ডোরমালেন তার সহকর্মীদের নিয়ে এ বিষয়ে একটি গবেষণা চালিয়েছেন।গবেষণা শেষে তিনি জানিয়েছেন, কোভ-২ বা সার্স ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে।
করোনাভাইরাস কতক্ষণ ও কোথায় জীবিত থাকতে পারে
১. করোনাভাইরাস দরজার হাতল, লিফটের বাটন এবং কিচেন ওয়ার্কটপের মতো শক্ত জিনিসের গায়ে প্রায় ৪৮ ঘণ্টা টিকে থাকতে পারে।
২. কার্ডবোর্ডের মতো শক্ত জিনিসের ওপর ২৪ ঘণ্টা আর প্লাস্টিকের জিনিসের গায়ে দুই থেকে তিন দিনও বেঁচে থাকতে পারে।
৩. কাপড়ের মতো নরম জিনিসের গায়ে এই ভাইরাস খুব কম সময় বেঁচে থাকে।
৫. ভাইরাসটি লেগে আছে এ রকম জিনিসে শুধু স্পর্শ করলেই আপনি আক্রান্ত হবেন না। যদি না স্পর্শ করা হাত দিয়ে মুখ, নাক অথবা চোখ স্পর্শ করেন।
সংক্রমণ রোধে যা করবে
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০ সেকেন্ড সময় নিয়ে বারবার সাবানপানি দিয়ে হাত ধুতে হবে। বাইরে থাকলে সঙ্গে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার রাখুন, মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।
খবর সারাবেলা / ১৩ মে এপ্রিল ২০২০ / এমএম