করোনায় রিজেন্ট হাসপাতালের পাশে চ্যারিটি রাইট

দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের চিকিৎসা দিচ্ছে ১০টি হাসপাতাল। তাদের মধ্যে একটি রিজেন্ট হাসপাতাল। করোনার এই দুর্যোগে হাসপাতালটি স্বল্প খরচেই চিকিৎসা দিচ্ছে করোনা রোগীদের। এবার এই উত্তরা রিজেন্ট হাসপাতালের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক সামাজিক কল্যাণ সংস্থা চ্যারিটি রাইট। করোনা রোগীদের চিকিৎসার জন্য সংস্থাটি এক লাখ টাকার সহায়তা দিয়েছে। যা দিয়ে অন্তত ১০ জন অসহায় ও দুস্থ করোনা রোগীর চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হবে।

এর আগে এক লাখ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা দিয়েছে চ্যারিটি রাইট সংস্থাটি।
বিশ্বজুড়ে ভয়ংকরভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে বহু দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা। পৃথিবীর এই সংকটকালে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করছেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস পৃথিবীর প্রায় সব দেশেই সংক্রমিত হয়েছে। এই পর্যন্ত করোনায় ২ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর এতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ লাখ! বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৭৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ।

খবর সারাবেলা / ০৩ মে এপ্রিল ২০২০ / এমএম