সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ল
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বুধবার (২২ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২৬ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। যেহেতু ৬ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি আছে, সেহেতু ওইদিন সরকারি ছুটি থাকবেই। তবে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটির নোটিশ হবে। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে কিছু মন্ত্রণালয় খোলা থাকবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় তৃতীয় দফায় ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।এদিকে দেশে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৩৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭২ জনে। এছাড়া নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে এই ভাইরাসে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২০ জনে।
খবর সারাবেলা / ২২ এপ্রিল ২০২০ / এমএম