আব্দুস সাত্তার দেওয়ান চিশতীর ১৮তম ওরশ মাহফিল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো মহা সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতীর ১৮তম পবিত্র ওরশ ও দোয়ার মাহফিল। মঙ্গলবার ৩ মার্চ উপজেলার বাগবাড়ি গ্রামে ৫ হাজারের বেশি মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দেওয়ানি-ই খাজা শেষ দর্শন দরবার শরীফে এই মাহফিল।

মাহফিলে দরবার শরীফের গদ্দিনশীন লিটন দেওয়ান চিশতীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী। ২য় বক্তা ছিলেন মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী।

মাহফিল চিশতীয়া, কাদেরীয়া তরিকাত অনুসারী, আহলে বায়েত ও পাক পান জাতনের অনুসারী, আশেকানে আউলিয়া, সুফি ও ফকির দরবেশদের উপস্থিতিতে জেকের আজকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

খবর সারাবেলা / ০৫ মার্চ ২০২০ / এমএম