গুজব থেকে নিজেকে রক্ষা করতে হবে : আইটি বিশেষজ্ঞ রুহেল

চট্টগ্রামের মিরসরাই এস এম প্রাইমারী স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃংঙ্খলিত জীবন অর্জন করা যায়, অনেক বড় হওয়া যায় এ কথা বলেন মাহবুব রহমান রুহেল।

মিরসরাইয়ের মিরসরাই এস এম প্রাইমারী স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

তিনি এ সময় শিক্ষার্থীদের পড়ালেখা পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ জীবন অর্জনে গুরুত্ব আরোপ করে, খেলাধুলা মানসিক বিকাশ এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। ইন্টারনেট সবার হাতে হাতে থাকলে ইতিবাচক জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে এবং গুজব অপপ্রচার হতে নিজেকে মুক্ত রাখতে বেশ জোর দেন। এক্ষেত্রে তিনি ফিনল্যান্ডের স্কুলগুলোতে ফেইক নিউজ হতে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষা কারিকুলাম গ্রহণের কথা উল্লেখ করেন।

মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, পৌর সম্পাদক জাফর উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল চৌধুরী, সম্পাদক ফরহাদ হোসাইন, যুবলীগ নেতা মাইনুর ইসলাম রানাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

খবর সারাবেলা / ২৫ ফেব্রুয়ারি ২০২০ / এমএম