মটোরোলা স্মার্টফোন পৌঁছে দিতে নতুন একটি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ

গ্রাহকদের কাছে মটোরোলা স্মার্টফোন পৌঁছে দিতে নতুন একটি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গেজেট অ্যান্ড গিয়ার শপ থেকে সহজ কিস্তিতে মটোরোলা স্মার্টফোন কেনার সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কিস্তিতে ফোন বিক্রি করতে মটোরোলা ও গেজেট অ্যান্ড গিয়ার চুক্তি সই করেছে।

গেজেট অ্যান্ড গিয়ারে মটোরোলার ই-৪ প্লাস, ই-৫, ই-৫ প্লাস, এ-৭ পাওয়ার এবং মটোরোলা ওয়ান মডেলের স্মার্টফোন পাওয়া যাবে। এখান থেকে স্মার্টফোন কিনলে ১৫ মাসের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

গেজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম বলেন, ‘নতুনভাবে মটোরোলা ফোন বাজারে আসার পর গ্রাহকদের সাড়া পাওয়া যাচ্ছে। মটোরোলা ফোনে বিক্রয়োত্তর অভিযোগ পাওয়া যাচ্ছে শতকরা শূন্য দশমিক পাঁচ ভাগেরও কম। এ ছাড়া ফোন সংক্রান্ত যেকোনো অভিযোগের সুরাহা মটোরোলা করে দিচ্ছে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে।

খবর সারাবেলা / ০৬ আগস্ট ২০১৯ / টি আই