বাগডুমে ১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল

অনলাইন শপিংয়ে মেতে উঠুন আরো একবার কারণ “১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল ২০১৯” এ চলছে ধামাকা অফার! যা ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে আর চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দেশের শীর্ষ স্থানীয় ২০টি ই-কমার্সের যৌথভাবে আয়োজিত এই শপিং ফেস্টিভ্যালে আপনার জন্য থাকছে সব পণ্যের ওপর ৬০% পর্যন্ত ডিসকাউন্ট, ১০% পর্যন্ত বিকাশ ক্যাশব্যাক এবং মাস্টার কার্ডে ১০% পর্যন্ত ডিসকাউন্ট এ ছাড়াও ফ্রি ডেলিভারি তো থাকছেই।

১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল ২০১৯ উপলক্ষে দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স বাগডুম ডটকমের সিইও মিরাজুল হক বলেন, পণ্য বা পরিষেবা নিয়ে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে সমস্ত শীর্ষস্থানীয় বাংলাদেশী ই-কমার্সের অবদান প্রশংসনীয়। বাগডুম ডটকমের প্রধান ফোকাসটি ছিল সর্বদা ভাল অভিজ্ঞতা প্ৰদান করা, এমনকি ১০.১০ এর মতো একটি ক্যাম্পেইনও আমরা সমস্ত ক্রেতাদের নানা অফারের মাঝেও সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা সরবরাহ করতে চাই।

১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল চলাকালে শীর্ষ স্থানীয় ২০টি ই-কমার্স থেকে পণ্য অর্ডার করে যেমন উপভোগ করবেন দারুন সব অফার তেমনি অর্ডারকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী ৩ জন জিতে নিতে পারবেন মাস্টারকার্ডের সৌজন্যে সিঙ্গাপুর, ব্যাংকক ও কলকাতা যাওয়ার প্যাকেজসহ বিমান টিকিট।

১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল-২০১৯ উপলক্ষে বাগডুম ডটকম দিচ্ছে বিভিন্ন পণ্য যেমন মোবাইল ফোন, ঘড়ি, গিফ্ট আইটেম, ইলেকট্রনিক্স, গ্যাজেট, ছেলে এবং মেয়েদের ড্রেস, মেকআপ, ফ্যাশন এক্সেসরিজ, সেভার এবং ট্রিমার, স্পোর্টস ওয়াচ, ব্যাগ, হেলথ পণ্য, ব্লুটুথ স্পিকার, ব্লুটুথ হেডফোনসহ ব্র্যান্ডের সব পন্যের ওপর দিচ্ছে গিফ্ট কুপন যা দিয়ে আপনি ১০-১০ চলাকালীন বাগডুম ডটকম থেকে কেনাকাটা করতে পারবেন। এ ছাড়াও বাগডুম অ্যাপে নতুন ব্যবহারকারীরা রেজিস্ট্রেশন করে কিছু কিনলে পাবেন ৩০০ টাকার গিফ্ট কুপন যা ১৫০০ টাকা বা তার অধিক মূল্যের পণ্যের ওপর কার্যকর হবে আগামী ২১ অক্টোবর থেকে।

খবর সারাবেলা/ ১০ / অক্টোবর ২০১৯ / এমএম