সাউথ এশিয়ান ট্রাভেল আওয়ার্ডসে রেডিসন ব্লু ঢাকা পুরস্কৃত

শ্রীলংকায় অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ট্রাভেল এয়ার্ডস’ এ রেডিসন ব্লু ঢাকা জিতে নিলো দক্ষিণ এশিয়ার ‘লিডিং এয়ারপোর্ট হোটেল’ এর পুরস্কার। অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করলেন সেনা হোটেলস ডেভেলপমেন্ট লিমিটেড এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান-আল-মাহমুদ ও রেডিসন ব্লু ঢাকার জেনারেল ম্যানেজার আলেক্সান্ডার হৈসলার।

২০১৬ সাল থেকে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ট্যুরিজম ইন্ডাস্ট্রির প্রতি বিশেষ অবদান করে এসেছে। প্রতি বছর দক্ষিণ এশিয়ার ট্যুরিজম ইন্ডাস্ট্রির প্রতি গুরুত্তপূর্ণ অবদানকারী হোটেলদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়। ৩৭টি বিভাগের মধ্যে রেডিসন ব্লু ঢাকা জিতে নিয়েছে সাউথ এশিয়ার ‘লিডিং এয়ারপোর্ট হোটেল’।

হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে মাত্র ১০ মিনিট দূর, রেডিসন ব্লু ঢাকা স্থানীয় বাসিন্দা, বিদেশী অতিথি, এয়ারপোর্ট ক্রু ও ট্রানসিট প্যাসেঞ্জেরদের থাকার জন্য শীর্ষ তালিকায়। হোটেলটিতে রয়েছে এক্সপ্রেস চেক-ইন ও চেক-আউট সুবিধা ও এয়ারপোর্ট ক্রুদের জন্য বিশেষ ক্রু লাউঞ্জ। আরও রয়েছে ক্রুদের জন্য আন্তর্জাতিক মানের স্পা ট্রিটমেন্ট তাদের জেট ল্যাগ দুর করার জন্য।

খবর সারাবেলা/ ০৭ / অক্টোবর ২০১৯ / এমএম