মাধুরি মহারাষ্ট্রের নির্বাচনী শুভেচ্ছাদূত
বলিউড অভিনেত্রী মাধুরি দিক্ষিতকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নির্বাচনী শুভেচ্ছাদূত করা হয়েছে।ভোট দেয়ার বিষয়ে সচেতনতা তৈরি করতে রাজ্যের নির্বাচনী দফতর এ পদক্ষেপ নিয়েছে। ।আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্র রাজ্যসভার ভোটগ্রহণ হবে এবং ফল প্রকাশ করা হবে ২৪ অক্টোবর।
মহারাষ্ট্রের জনগণকে ভোটের ব্যাপারে সচেতন করতে আসুন ভোট দিই শিরোনামে মাধুরির একটি বিজ্ঞাপন প্রচার করা হবে।এপ্রিল থেকে মে পর্যন্ত চলা লোকসভা নির্বাচনেও রাজ্যটির নির্বাচন কমিশন ১২ জনপ্রিয় ব্যক্তিত্বকে নির্বাচনী শুভেচ্ছাদূত করা হয়েছিল।
খবর সারাবেলা/ ২৫ সেপ্টেম্বর ২০১৯ / এমএম




