বিশ্বকাপের ট্রফিতে মেসির নাম লেখা হয়ে গেছে: ইব্রাহিমোভিচ

কাতার বিশ্বকাপে নিজ নিজ যোগ্যতায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। কে জিতবে এবারের শিরোপা সেটা নিয়ে ভাবছে সবাই। তবে সেই ভাবনায় কোনো লাভ নেই বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের তারকা ফুটবলার জ্লাতন ইব্রাহিমোভিচ। বিশ্বকাপের ট্রফিতে ইতিমধ্যেই লিওনেল মেসির নাম লেখা হয়ে গেছে বলেন জানান তিনি।

সুইডিশ এই তারকা ফুটবলার বলেন, ‘আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় লিওনেল মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে। তাই এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই।’

কাতার বিশ্বকাপের শুরুটাই ভালো হয়নি আর্জেন্টিনার। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই পুচকে সৌদি আরবের সঙ্গে হেরেছে ২-১ গোল ব্যবধানে। তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা দেখা দিয়েছিল আলবিসেলেস্তেদের। কিন্তু পরের দুই ম্যাচে দুর্দান্ত জয়ে গ্রুপসেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে দলটি। মেক্সিকো ও পোল্যান্ড দুদলকেই হারিয়েছে ২-০ গোল ব্যবধানে।রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে উঠে যায় কোয়ার্টারে। আর সেরা আটের লড়াইয়ে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমি নিশ্চিত হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

খবর সারাবেলা / ১৩ ডিসেম্বর ২০২২ / এমএম