‘বিশ্বকাপ অফার’ উদ্বোধন করল র‍্যাংগস ইলেকট্রনিক্স

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ব্যাপকভাবে ‘SONY-RANGS’ নামে পরিচিত। কোম্পানিটি তাদের সোনারতরী শোরুম, গ্রাউন্ড ফ্লোর, সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-১০০০ তে অফিসিয়াল সনি, এলজি এবং র‍্যাংগস এলইডি টিভির সুবিশাল লাইন আপ নিয়ে ‘ওয়ার্ল্ড কাপ অফার এর উদ্বোধন করেছে।মিসেস সাচিমি হোসেন, ভাইস চেয়ারপারসন; একরাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এবং মিস বিনাস হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক যৌথভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর মি. পিটার ইয়ংগিল কো বলেন, “অফিসিয়াল এলজি টিভি লাইন আপ র‍্যাংগসের আউটলেট এবং অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন এলজি কাস্টমারদের জন্য উৎসবমুখর পরিবেশ নিয়ে আসবে এবং ন্যানোসেল, ইউএইচডি এবং ওএলইডি টিভির লাইনআপ সম্পূর্ণ প্রস্তুত থাকবে সকল ক্রেতাদের জন্য”

এই ক্যাম্পেইনকে সফল করার জন্য, মি. আতসুশি এন্দো, প্রেসিডেন্ট, সনি সাউথ ইষ্ট এশিয়া, সনি ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে তার পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেই সাথে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, আপগ্রেড অফার ও গ্রেট এক্সচেঞ্জ অফারের আওতায় বাংলাদেশের সনি কাস্টমাররা যেন সুলভ মূল্যে অফিশিয়াল সনি টিভি ক্রয় করতে পারেন, এজন্য তার পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিগত ৪০ বছরের মতো বাংলাদেশের গ্রাহকদের কাছে অফিশিয়াল সনি পণ্য নিশ্চিত করতে র‍্যাংগস ইলেকট্রনিক্সের অফিসিয়াল সনি পণ্য ও সেবা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত।

সমস্ত পণ্যের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্টের পাশাপাশি, গ্রাহকরা ২ বছরের পরিবর্তে Sony, LG এবং Rangs LED TV এর বিভিন্ন মডেলের জন্য ৪ বছরের প্যানেল ওয়ারেন্টি পাবেন।এছাড়াও, প্লে এবং স্কোর অফারে ৭,৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক নগদ ছাড় পাবেন। আবারো ফিরে এলো, গ্রেট এক্সচেঞ্জ অফার। গ্রাহকরা পুরোনো টিভি, রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, ওয়াশিং মেশিন এক্সচেঞ্জ করে নতুন পণ্য কিনতে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

ক্যাম্পেইন শেষে ভাগ্যবান বিজয়ীদের জন্য র‍্যাফেল ড্র এর মাধ্যমে থাকছে মোটর সাইকেল, টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন, হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি পুরস্কার জিতে নেবার সুযোগ।এছাড়াও, অফিসিয়াল ঝড়হু ঞঠ ব্যবহারকারীদের জন্য, স্ক্রীন সাইজ আপগ্রেড অফার থাকছে। যেসকল গ্রাহকরা আগে র‍্যাংগস ইলেকট্রনিক্স থেকে অফিসিয়াল সনি টিভি কিনেছেন, তারা পুরানো মডেল এর বদলে ব্রাভিয়া কে সিরিজ বা জে সিরিজ এলইডি টিভি কিনতে বা আপগ্রেড করার জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।বিশ্বকাপ অফারটি দেশব্যাপী র‍্যাংগস ইলেকট্রনিক্সের শোরুম এবং অনলাইন স্টোর shop.rangs.com.bd-এ পাওয়া যাচ্ছে।

খবর সারাবেলা / ১৮ অক্টোবর ২০২২ / এমএম