বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই

October 12, 2022

সপ্তাহখানেক আগেই বিয়ে করেছেন বলিউড জুটি আলি ফজল ও রিচা চাড্ডা। সেই উৎসবের আমেজ না কাটতে প্রকাশ্যে এলো আরও এক জুটির গাঁটছড়া বাধতে যাওয়ার খবর। তারা হলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবাণী। জোর গুঞ্জন, আগামী বছরের এপ্রিলে বিয়ে করবেন এ জুটি। বিয়েতে নিমন্ত্রিতদের তালিকাও নাকি চূড়ান্ত।

নিজেদের অনুভূতি নিয়ে নিশ্চিত ছিলেন না সিদ্ধার্থ-কিয়ারা। তাই সম্পর্কের কথা ঘোষণা করেননি এতদিন। তবে করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’-এর সোফায় বসলে কি আর মুখে কুলুপ এঁটে থাকা যায়? সিজন ৭-এর এক পর্বে যখন অতিথি হয়ে এসেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা, করণ তাদের স্বীকার করিয়েই ছেড়েছিলেন সম্পর্কের কথা।

দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের খবর, তারপর থেকে সিদ্ধার্থ-কিয়ারা আর রাখঢাক করছেন না। আগামী বছরের এপ্রিলেই তাদের বিয়ে। খুবই ঘনিষ্ঠ বৃত্তে বিয়ের অনুষ্ঠান, যাতে নাকি বলিউড তারকারাও উপস্থিত থাকবেন না। সতীর্থদের কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। এমনকি করণ জোহরকেও না। শুধুমাত্র সিদ্ধার্থ এবং কিয়ারার পরিবারের লোকজন এবং আত্মীয়দের উপস্থিতিতেই দিল্লিতে সব আয়োজন হবে বলে জানা গেছে।

কীভাবে বিয়ে হবে দুই তারকার, জানা গেছে সেই পরিকল্পনাও। শুরুতে রেজিস্ট্রি ম্যারেজ, তারপর ককটেল পার্টি, শেষে রিসেপশন। বিয়েতে দাওয়াত না পেলেও রিসেপশনে বলেউড তারকারা নিমন্ত্রিত হলেও হতে পারেন। তবে এখনো সে সম্পর্কে কিছু জানা যায়নি। যেমন জানা যায়নি, সব অনুষ্ঠান শুধুমাত্র দিল্লিতেই হবে কিনা।

২০১৮ সালে ‘লাস্ট স্টোরি’ছবির সেটে প্রথম দেখা হয়েছিল সিদ্ধার্থ আর কিয়ারার। তার পরই প্রণয়। ‘শেরশাহ’র সেটে পর্দার রোমান্সে স্পষ্ট দেখা গিয়েছিল এ জুটির রসায়ন। তাদের নিয়ে বলিউডপাড়ায় কানাঘুষা বহু দিনের। তবে করণ যে অসাধ্যসাধন করেছিলেন, তারপরই নিশ্চিন্ত হন অনুরাগীরা।

খবর সারাবেলা / ১২ অক্টোবর ২০২২ / এমএম