রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তীব্র গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে রাজধানীজুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।রবিবার ভোরে আকাশজুড়ে মেঘের গর্জন ও ঝড়ো হাওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। অবশেষে বৃষ্টিতে প্রাণ জুড়ালো রাজধানীবাসী। তবে সকালের বৃষ্টির কারণে অফিসগামীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।
নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতেও কিছুটা ভোগান্তি হয়। যানবাহন ঠিক মতো না পেয়ে রিকশায় বেশি ভাড়া গুনতে হয়েছে অনেককে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছিল। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে।মূলত মৌসুমি বায়ুর প্রভাব এখনো দেশের ওপর সক্রিয় থাকায় মেঘের সৃষ্টি হচ্ছে এবং তা থেকে বৃষ্টি ঝরাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৪০ বছরের মধ্যে জুলাই মাসে এ বছরই সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। সেটিও প্রায় ৫৭ শতাংশ কম। আগস্ট মাসেও এই ধারা অব্যাহত ছিল। তবে সেপ্টেম্বরে বৃষ্টিপাতের প্রবণতা দেখা গেছে বেশি। শরতের শেষ সময়ে এভাবে হঠাৎ বৃষ্টি আর রাতের শেষভাগে হিম হিম ঠান্ডা যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে।
খবর সারাবেলা / ০২ অক্টোবর ২০২২ / এমএম