মহানন্দা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে মহনন্দা নদী থেকে মোহাম্মদ তুহিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তুহিন রেহাইচর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। রবিবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সারোয়ার আলম জানান, ভোরে নদীতে তুহিনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মরদেহের নাক ও কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে গেছে।
খবর সারাবেলা/ ০৮ সেপ্টেম্বর ২০১৯/ টি আই