কোমল ত্বকের জন্য ঘরে বানানো গোলাপের তিন উপটান

প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে গোলাপজলের ব্যবহার আসছে। এ ছাড়াও ত্বক, চুল ভালো রাখতেও গোলাপের ব্যবহার হয়ে আসেছে।ফেসপ্যাক মানেই পার্লারে যেতে হবে এমন নয়। ঘরেও বানাতে পারেন।

গোলাপ ফুল দিয়ে বানিয়ে ফেলুন তিনটি ফেসপ্যাক।

১। প্রথমে গোলাপের পাপড়ি নিয়ে নিন। এরপর ভালো করে বেঁটে নিন। বাঁটা পাপড়ির সাথে মিশিয়ে নিন কাঁচা দুধ ও চন্দন গুঁড়া। প্রথমে মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। মিনিট দশেক রেখে ভেজা হাতে মুখে আরেক বার ভাল করে মালিশ করে নিন। মালিশ হয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এই প্যাক লাগলেই ত্বক উজ্জ্বল হবে।

২। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। সেই গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিন গোলাপ ফুলের পাপড়ি আর মধু। এই মিশ্রণটি মুখের দাগছোপ তুলতে বেশ সাহায্য করতে পারে। রোদ বা দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তার হাত থেকে ত্বককে রক্ষা করে এই প্যাক। এই প্যাকটিও সপ্তাহে ১-২ দিন ব্যবহার করা যাবে।

৩। অলিভ অয়েল, নারকেলের দুধ আর গোলাপ ফুলের তাজা পাপড়ি এক সাথে নিয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে এই প্যাকটি মুখে লাগিয়ে নিতে পারেন। মুখের আর্দ্রতা ধরে রাখতে ও অতিবেগনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করবে।

খবর সারাবেলা / ২৭ আগস্ট ২০২২ / এমএম