ঘরে কোথায় কেমন বাতি ব্যবহার করবেন

বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তা থেকে বাড়িতে আলোর ব্যবহার কমিয়ে দেবেন ভাবছেন? আলোকসজ্জার ব্যবস্থায় বৈচিত্র্য এনেও সহজে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। সঠিক আলোর ব্যবহারে ঘরের সৌন্দর্য্য বাড়ে। শুধু এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে ঘরের আসবাবের ও সাজসজ্জার সৌন্দর্য্য পূরণ করা অসম্ভব।

লাইট
বিশ্রামের ঘরে হলুদ বা উষ্ণ আলোর ব্যবস্থা করুন

বাজারে অবশ্য তিন ধরনের আলোর বাতি দেখা যায়। উজ্জ্বল সাদা, সাদা ও হলুদের মিশ্রণ এবং হলদে আলো। কোন ধরণের আলো কোথায় ও কিভাবে ব্যবহার করবেন সেসব নিয়েই রইলো কিছু টিপস:ঘরে একাধিক আলোর উৎস রাখবেন। শুধু দেয়াল নয়।

প্রয়োজনে সিলিং থেকেও আলোর উৎসের ব্যবস্থা করা ভালো।টেবিল ল্যাম্প বা কোণে আলোর ব্যবস্থা করলে অনেক সময় উজ্বল আলো নিভিয়েও ঘরে আলোর ব্যবস্থা করা যায়।

ঘরে একাধিক আলোর উৎস রাখবেন

বিশ্রামের ঘরে হলুদ বা উষ্ণ আলোর ব্যবস্থা করুন।রান্নাঘর কিংবা বারান্দায় সাদা আলোর ব্যবস্থা করাই ভালো।বসার ঘরে আলোর পাশাপাশি ঝাড়বাতি ব্যবহার করা যেতে পারে।

খবর সারাবেলা / ২৫ আগস্ট ২০২২ / এমএম