গাঢ় লিপস্টিক ব্যবহারে কি ঠোঁট কালো হয়
নিজেকে পরিপাটি না করা পর্যন্ত সচরাচর তরুণীরা বাইরে বের হন না। নিজেকে সুন্দর করে সাজানোর আকাঙ্ক্ষা কি সহজে ভোলা যায়? নিজেকে সাজানোর জন্য অনেকেই গাঢ় শেড বেশি পছন্দ করেন। কিন্তু সেই পছন্দের আড়ালেও থাকে শঙ্কা। নিয়মিত গাঢ় শেড ব্যবহারে আবার ঠোঁট কালো হয়ে যাবে না তো? হ্যাঁ, হতে পারে। তবে কালো যাতে না হয় সেজন্যেই ঠোঁটের বিষয়ে যত্নশীল হতে হবে।
সেটা কিকরে? আসুন দেখে নেওয়া যাক:
বাড়ি ফিরে নিয়মিত ঠোঁট থেকে লিপস্টিক মুছে ফেলুন।
ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করুন।
লিপস্টিক লাগানোর আগে লিপ-বাম ব্যবহার করুন।
এমন লিপ-বাম ব্যবহার করুন যার সান প্রোটেকশন ফ্যাক্টর আছে। ত্বকে কালচেভাব ফেলতে সূর্যরশ্মি অনেকটাই দায়ী।
লিপস্টিক লাগানোর আগে লিপ-বাম ব্যবহার করুন
শুধু ত্বকেই না, ঠোঁটেও এক্সফোলিয়েশন জরুরি। সর, মধু, এবং লেবুর মিশ্রণ তৈরি করে ঠোটে লাগান। সেই মিশ্রণ শুকোলে চিনি দিয়ে ঠোটে স্ক্রাব করুন। এতে ঠোটের মৃত কোষ সরে যাবে দ্রুত।
অনেক সময় টুথপেস্টের উপাদানের ফলে এলার্জি হয় ও ঠোঁট কালচে হয়ে যায়। সেজন্যে টুথপেস্ট বদলে নিন।
ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করুন। নারকেল তেল ঠোঁটের স্বাভাবিক রঙ বজায় রাখতে সাহায্য করে।বিভিন্ন লিপ মাস্ক ব্যবহার করুন ও ঠোঁটের স্বাভাবিক রঙ ধরে রাখুন।
খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০২২ / এমএম