সেই খুদে ভক্তকে আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন সাকিব

নিজের নাম নাম নাঈম শেখ। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এতটাই ভালোবাসেন যে, নামটাও পরিবর্তন করে ফেলেছে। অবশেষে মিটলো তার মনের আশা। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের কাছ থেকে পেয়েছেন ব্যাট, বল, জার্সি ও বুটসহ অনেক কিছুই। এবার ছোট্ট সেই ভক্তকে আর্জেন্টিনার জার্সিও উপহার দিলেন সাকিব।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় ছোট্ট ‘সাকিব’।

প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে হয় দেখাও। তখন দেশসেরা অলরাউন্ডার তার আবদার জানতে চান। সেও জানিয়ে দেয় আর আবদারের কথা।মিরপুরে অনুশীলন শেষে নাঈমকে ভালো মানের স্পোর্টস সামগ্রীর দোকানে পাঠান সাকিব। সেখানে নাঈমের পছন্দ অনুযায়ী দুটি ক্রিকেট বল (লাল ও সাদা) একটি ক্রিকেট ব্যাট (সাবিকের ব্যাট স্পন্সর এসজির), তিনটি জার্সি, দুটি ট্রাউজার ও এক জোড়া জুতা কিনে দেন।

খবর সারাবেলা / ১৮ আগস্ট ২০২২ / এমএম