ত্বক আর্দ্রতা হারিয়েছে কি না যেভাবে বুঝবেন
ঋতুবদলে ত্বকের নানাবিধ পরিবর্তন হয় বলেই মনে করেন অনেকে। অবশ্য কোন ত্বক বিশেষজ্ঞ এই কথা সহজে মানবেন না। ত্বকের সমস্যা থাকলে তা সবসময়ই থাকবে। বিশেষত ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার বিষয়টি খুবই সাধারণ। গরমে ত্বকের আর্দ্রতা কমে যেতে শুরু করে। আবার বর্ষায় ত্বক শুকিয়ে যায়। বিশেষত সারা দিন যাদের বাইরে কাটাতে হয় তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সব স্বাভাবিক তো আর ভালো হয়না। অল্প বয়সেই দেখা দেয় বলিরেখা। তাহলে কিভাবে বুঝবেন আপনার ত্বকের আর্দ্রতা হারাচ্ছে? চলুন দেখে নেয়া যাক:
আর্দ্রতা
আর্দ্রতা হারালে ত্বক স্পর্শকাতর হয়ে ওঠে
ত্বকে র্যাশ, ব্রণ বা চুলকানি বেড়ে গেলে বুঝবেন ত্বকের আর্দ্রতা হারাচ্ছে।আর্দ্রতা হারালে ত্বক স্পর্শকাতর হয়ে ওঠে। অধিকাংশ ক্ষেত্রে ত্বক লালচে হয়ে ওঠে। কিছু কিছু ক্ষেত্রে মেছতার আধিক্য থাকে।
চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়া ছাড়াও ত্বকে বলিরেখা দৃশ্যমান হয়।ত্বক মাত্রাতিরিক্ত শুকিয়ে যায়। এতে লাল লাল নানা ছোপ দেখা দিতে শুরু করে।
খবর সারাবেলা / ১৭ আগস্ট ২০২২ / এমএম