গরমে ত্রাহি অবস্থা আরও দুদিন

পঞ্জিকার হিসাবে এখন বর্ষা ঋতুর কাল। আষাঢ় শেষে ঢুকেছে শ্রাবণ। তবে দেখা নেই বৃষ্টির। বাতাসে উষ্ণতার পারদ বাড়ছে। দেশে কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতে হলেও কমেনি ভ্যাপসা গরম। উল্টো তাপমাত্রা বেড়ে ঠেকেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। এমন অস্বস্তিকর পরিস্থিতি আরও দুই দিন থাকার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।এদিকে শনিবার নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রা। এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, ‘বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আরও দুই দিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকবে। এছাড়া মধ্য জুলাইয়ে এবার স্বাভাবিকের চেয়ে গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে।’আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘বিগত বছরগুলো চেয়ে এবার তাপপ্রবাহ সবচেয়ে দীর্ঘ ও বেশি এলাকায় বিস্তৃত।’

আবহাওয়াবিদ মনোয়ার বলেন, ‘এপ্রিল থেকে জুনের তাপপ্রবাহ বিরাজ করে এক সপ্তাহের বেশি সময়। জুলাইয়ে ‘হিটওয়েভ স্পেল’ দুই থেকে তিন দিনের বেশি দেখা যায় না। তবে এবার মৃদু তাপপ্রবাহ পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে। আরও দু-একদিন সেটা অব্যাহত থাকবে।’ওডিশা উপকূলে সৃষ্ট লঘুচাপ ও এর বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকার কারণে তাপের তারতম্য রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকলেও তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে।

টানা কয়েকদিন বিভিন্ন স্থানে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।’দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম হচ্ছে। দিনের অধিকাংশ সময় সূর্যকিরণ থাকে। সব মিলে বেশি আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টির প্রবণতা বাড়লে এ অস্বস্তি কেটে যাবে বলেও জানান তিনি।

খবর সারাবেলা / ১৭ জুলাই ২০২২ / এমএম