উখিয়ায় অভিযান চালিয়ে মাটির নিচে মিলল অস্ত্র ও সামরিক পোষাক
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহীণ অরণ্যে উখিয়া অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি অস্ত্র, গোলাবারুদসহ বিপুল পরিমাণ সামরিক বাহিনীর পোষাকের মতো কাপ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এসব অস্ত্র সামগ্রী উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানা পুলিশের ওসি আবুল মনসুরের। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আবুল মনসুর আরো জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরী অস্ত্র, ৬টি কার্তুজসহ বেশ কিছু আনসার ও সামরিক বাহিনীর পোষাক ন্যায় উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সর্বোচ্চ জোর দিয়ে সন্ত্রাসীদের আটকের চেষ্ঠা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে উত্তর বড়বিল এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক মাস ধরে কিছু অপরিচিত লোকজন রাতের আধারে এই এলাকার পাহাড়ী জনপদে এবং পাশ্ববর্তী পার্বত্য অঞ্চলে যাওয়া-আসা করে আসছিল। হয়তো এসব অস্ত্র,গোলা বারুদ এবং পোষাক তাদের হতে পারে।
খবর সারাবেলা/ ০৭ সেপ্টেম্বর ২০১৯/ টি আই