পদ্মা সেতু এলাকায় জাদুঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পদ্মা সেতু এলাকায় একটি জাদুঘর নির্মাণের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাদুঘরে সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে প্রধানমন্ত্রীর গ্রুপ ছবিও সংরক্ষিত থাকবমঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর সঙ্গে জড়িত শ্রমিক থেকে শুরু করে সচিব পর্যন্ত সবার সঙ্গে প্রধানমন্ত্রী গ্রুপ ছবি তুলবেন এবং সেই ছবি জাদুঘরে সংরক্ষিত থাকবে। এছাড়া ওই জাদুঘিরে প্রকল্পে ব্যবহৃত উপকরণ, যন্ত্রাংশ এমনকি একটি কোদালও সংরক্ষিত থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘একনেক বৈঠকে প্রধানমন্ত্রী হাওরাঞ্চলে কালভার্টের পরিবর্তে উচু সেতু এবং সড়কের পরিবর্তে এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশ দিয়েছেন। এছাড়া ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন নির্মাণের নির্দেশনাও দিয়েছেন।’

প্রতিমন্ত্রী জানান, একনেক বৈঠকে ১০ হাজার ৮৫৬ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলিতে ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪৩ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৫৬ কোটি টাকা এবং বাকি ৪ হাজার ৯৫৭ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ থেকে যোগান দেওয়া হবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আইএমইডি সচিব আবু হেনা মুরশেদ জামান এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর সারাবেলা / ১৪ জুন ২০২২ / এমএম