কঠোর লকডাউনের মধ্যেও সাংহাইতে করোনায় তিন জনের মৃত্যু

কঠোর লকডাউনের মাঝেও চীনের সাংহাইতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যৃ হয়েছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনার নতুন প্রকোপ ছড়িয়ে পড়ার পর গত মার্চের শেষের দিকে সাংহাইতে কঠোর লকডাউন জারি করা হয়।লকডাউনের মধ্যেও সাংহাইয়ে একদিনে করোনায় ২২ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছেন।

সাংহাই নগর কর্তৃপক্ষ জানায়, করোনায় মৃত তিন ব্যাক্তির মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।দুজন নারীর বয়স যথাক্রমে ৮৯ ও ৯১ বছর। পুরুষটির বয়সও ৯১ বছর।তারা হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যায় ভুগছিলেন।তবে এই তিন ব্যক্তির কেউই্ করোনাভাইরাসের টিকা নেননি।তাদের বাঁচাতে ডাক্তাররা সব ধরনের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়।

গত ১৯ মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে করোনায় দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এর কিছু দিনের মধ্যে কড়া লকডাউনের পথে হাঁটে প্রশাসন। দেশটির জিরো কোভিড নীতির পরেও আজ এক সঙ্গে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলো।

খবর সারাবেলা / ১৮ এপ্রিল ২০২২ / এমএম