স্বাধীনতা বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে: গণপূর্ত মন্ত্রী এ্যাড শ. ম. রেজাউল করিম

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এ্যাড শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছিল এবং বাংলাদেশকে যারা এখন মনে প্রাণে বিশ্বাস করতে পারে না সেই সকল মানুষদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। দক্ষিণ অঞ্চলের মানুষের দুঃখ দূর করার জন্য পদ্মা সেতু নির্মাণের সাহস তো আর কেউ দেখায় নাই। শেখ হাসিনা সরকারই দেখিয়েছে।

শুক্রবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ডাকবাংলো চত্বরে নাজিরপুর এলজিইডি’র আয়োজনে উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, দলমত নির্বিশেষে সকলে মিলে সহযোগিতা করলে পিরোজপুর-১ (নাজিরপুর-স্বরুপকাঠী-সদর) আসনের উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক দলীয় মত পার্থক্য থাকতেই পারে, তা আমরা মাঠে মোকাবেলা করবো। কিন্তু উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা উচিৎ।

উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারের সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আখতারুজ্জামান খান কবির, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।

মতবিনিময় সভায় নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

 

খবর সারাবেলা/ ০৬ সেপ্টেম্বর ২০১৯/ টি আই