মিশরের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেছেন

মিশরের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেছেন। গতকাল বুধবার রাতে কায়রোর একটি হাসপাতালে আকস্মিক হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

পরিবারের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম ইজিপ্টটুডে, এএ.কম, আনাদোলু নিউজ এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

নিহতের ভাই আহমেদ বলেন, আবদুল্লাহ তার এক বন্ধুকে নিয়ে কায়রোতে গাড়ি চালানোর সময় ব্যথা অনুভব করেছিলেন। এর পর খুব অল্প সময়ের মধ্যেই সে মারা যায়।

তার পরিবারের একজন আইনজীবী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে, মুরসির মৃত্যুর দুই থেকে দেড় মাস পর হার্ট অ্যাটাকে আবদুল্লাহও মারা গেল।

এর আগে চলতি বছরের ১৭ জুন আদালতে শুনানি চলাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ মুরসি (৬৭)। রাজধানী কায়রোর পূর্বাঞ্চলীয় নাসার শহরে তাকে দাফন করা হয়। অনেকটা গোপনেই তার দাফন সম্পন্ন করা হয়েছিল।

২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। এর মাত্র এক বছরের মাথায় সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাগারে ছিলেন মুরসি।

বাবার মৃত্যুর পর তার পরিবারের বিভিন্ন বিষয়ে বাইরের লোকদের সঙ্গে কথা বলার দায়িত্ব ছিল আবদুল্লাহ মুরসির ওপরেই। পরিবারের মুখপাত্র হিসেবেই দায়িত্ব পালন করছিলেন তিনি।

 

খবর সারাবেলা/ ০৫ সেপ্টেম্বর ২০১৯/ টি আই