জাপানে প্রবল তুষারপাতে শতাধিক ফ্লাইট বাতিল
ভয়াবহ তুষারপাতের কারণে জাপানে ১০০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।স্থানীয় সময় রোববার দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারি তুষারপাতের কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়। খবর রয়টার্সের।জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (আনা) রোববার বিকাল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেছেন, এতে ৫ হাজার ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
জাপান এয়ারলাইনসের (জাল) এক প্রতিনিধি জানিয়েছেন, ভারি তুষারপাতের কারণে সংস্থাটি বিকাল ৪টা পর্যন্ত সংস্থাটির ৪৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। যার প্রভাব পড়েছে ২ হাজার ৪৬০ জন যাত্রীর ওপর।এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আবহেও বিশ্বের বহু দেশে জারি রয়েছে বিধিনিষেধ।
খবর সারাবেলা / ২৭ ডিসেম্বর ২০২১ / এমএম