এবার করোনার হানায় স্থগিত লিভারপুল ম্যাচ

ইউরোপে নতুন করে বেড়েছে করোনার সংক্রমণের হার। সেটার প্রভাব পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। গেল সপ্তাহে ভেস্তে গেছে লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। এবার লিডস দলেও হানা দিয়েছে করোনা। তাতেই স্থগিত করা হয়েছে লিভারপুল বনাম লিডস ইউনাইটেডের মধ্যকার ম্যাচ।একই দিনের উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স ও ওয়াটফোর্ডের ম্যাচও স্থগিত করা হয়েছে। লিডস ও ওয়াটফোর্ড দলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় তাদের অনুরোধের প্রেক্ষিতে ম্যাচ দুটি স্থগিত করার কথা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

তবে লিডসের বেশ কয়েকজনের মধ্যে করোনা পজেটিভ আসলেও খেলা চালিয়ে যেতে চেয়েছিলো লিভারপুল। কিন্তু তাতে সাই দেয়নি লিডস ইউনাইটেড। মূলত তাদের অনীহার কারণেই বক্সিং ডেতে খেলা হচ্ছে মোহামেদ সালাহ-সাদিও মানেদের।ওয়াটফোর্ডের ম্যাচও বাতিল হয়েছে একই কারণে। ভাইরাস সংক্রমিত হওয়ায় একাধিক ফুটবলারকে পাবে না বলে ওয়াটফোর্ড জানিয়ে দেয়, তাদের পক্ষেও খেলা অসম্ভব। যার ভিত্তিতেই ম্যাচ বাতিল করল প্রিমিয়ার লিগ কমিটি।

এদিকে ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটি মুখোমুখি হওয়ার কথা। সে ম্যাচ নিয়ে এখন পর্যন্ত অবশ্য কোনো শঙ্কা নেই। সিটি কোচ পেপ গার্দিওলার ভাষ্য, ‘সারা বিশ্বেই নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধু প্রিমিয়ার লিগের ক্লাবগুলিতে নয়। ম্যাচ বাতিল হওয়াটাও স্বাভাবিক। বিভিন্ন ক্লাবের ম্যানেজার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রিমিয়ার লিগ কমিটি সব সিদ্ধান্ত নিচ্ছে আমাদের কথা ভেবে।’

খবর সারাবেলা / ২৪ ডিসেম্বর  ২০২১ / এমএম