টস জিতে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করার পর ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করেছিলো বাংলাদেশ, কিন্তু জেতা হয়নি। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আজ আবারও ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে দুই বাংলাদেশি ওপেনার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাত্র ১২৬ রান তুলেছিলো স্বাগতিকরা। এরপরও নিয়ন্ত্রিত বোলিংয়ে অনেকটাই চাপে ফেলেছিলো পাকিস্তানকে। কিন্তু শেষ পর্যন্ত জিতেছে সফরকারীরাই। আজ দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের জন্য সমতায় ফেরার ম্যাচ। জয় তুলে সিরিজ সমতায় ফেরার লক্ষ্যেই খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদরা।
বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ:
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম(অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, হ্যারিফ রউফ, মোহাম্মহ ওয়াসিম এবং শাহিন শাহ আফ্রিদি।
খবর সারাবেলা / ২০ নভেম্বর ২০২১ / এমএম