প্রকাশিত হলো মুনীরুজ্জামান স্মারক গ্রন্থ

‘জীবন নিবেদিত মুক্তির সংগ্রামে-মুনীরুজ্জামান স্মারক গ্রন্থ’ সোমবার প্রকাশিত হয়েছে। গ্রন্থটির সম্পাদনা পরিষদে রয়েছেন ডা. ফওজিয়া মোসলেম, শেখর দত্ত, মফিদুল হক, এমএম আকাশ, কাশেম হুমায়ূন, বিভুরঞ্জন সরকার, দিলওয়ার হোসেন, ওবায়েদ আকাশ, হিলাল ফয়েজী ও ডা. রুকাইয়া খাতুন রেখা। গ্রন্থটির প্রকাশক বাংলা ধরিত্রী।

৫১৬ পৃষ্ঠার এ গ্রন্থে খন্দকার মুনীরুজ্জামান সম্পর্কে গভীর ও মর্মস্পর্শী স্মৃতিচারণ করেছেন তার রাজনৈতিক সাথী, সাংবাদিক সহকর্মী, ঘনিষ্ঠ স্বজন ও শুভানুধ্যায়ীরা। গ্রন্থটির প্রতীকী মূল্য ৮০০ টাকা। শিগগিরই গ্রন্থালয়গুলোতে বইটি পাওয়া যাবে।সম্পাদকমণ্ডলীর পক্ষে অধ্যাপক ড. এমএম আকাশ জানান, অনতিবিলম্বে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

খবর সারাবেলা / ২৩ সেপ্টেম্বর ২০২১ / এমএম