গাইবান্ধার পলাশবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত

গাইবান্ধার পলাশবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় লিমন (২৫) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিমনের বাড়ি পলাশবাড়ির হরিনমারী গ্রামে।

পুলিশ জানায়, লিমন রাস্তা পার হচ্ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি এ সময় লিমনকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এস আই মোখলেছুর রহমান জানান, মাইক্রোবাসের চালক নজরুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

খবর সারাবেলা/ ০৩ সেপ্টেম্বর ২০১৯/ টি আই