জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। পরে অবশ্য সেটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন টুইটারের মুখপাত্র ইবোনি টার্নার।
টুইটারে জ্যাক ডরসিকে অনুসরণ করেন ৪.২১ মিলিয়ন ব্যবহারকারী। হ্যাক হওয়ার পর ১৫ মিনিট ধরে ওই অ্যাকাউন্ট থেকে অত্যন্ত আপত্তিকর এবং বর্ণবাদী মন্তব্য করা হয়। অ্যাকাউন্টটির সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নাম্বারের কারণে এমনটা হয়েছিল।
এর আগে ফেসবুক নির্বাহী মার্ক জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। জাকারবার্গ খুবই দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করতেন।
খবর সারাবেলা/ ০১ সেপ্টেম্বর ২০১৯/ টি আই