আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস পালন
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বিশেষ অতিথি ছিলেন যায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খন্দকার।
বক্তব্য দেন পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, অনুষ্ঠানের আহ্বায়ক জামশেদ আলম, জনতা ব্যাংকের কার্যনির্বাহী আমিরুল হাসান, বিমানের রিজিওনাল ম্যানেজার এন সি বড়ুয়া, এস এম রফিকুল ইসলাম, শেখ রুহুল আমিন, মঈন উদ্দীন, আজিম শিকদার, গোলাম কাদের ইফতি, আবদুল কাদের সিদ্দিকি, আবদুল হক, শেখ কামাল, জাকির হোসেন জসি্ম, সজল চৌধুরী, আবদুল হান্নান, আইয়ুব খান, মোজাম্মেল চৌধুরী, প্রিয়াংকা খন্দকার, রিয়াদ বিন রাজু ও খোরশেদ আলম।
খবর সারাবেলা/ ৩১ আগষ্ট ২০১৯/টি আই
 
                                 
			
          
				 
				 
				 
				 
				



