দিল্লিতে বাড়ল লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ না থামায় আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়েছে ভারতের রাজধানী দিল্লির সরকার। তবে কিছু উৎপাদন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শর্ত মেনে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।ভারতে করোনা সংক্রমণ কমলেও মৃত্যু অপরিবর্তিত। শনিবার দেশটিতে মারা গেছে তিন হাজার ৬১৪ জন।

এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।একদিনে শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজারের বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্ত দুই কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত দেশটিতে ২১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।

রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৪৭ হাজার ৮৭৪ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬ লাখ ১০ হাজার ৮৩৯ জনে। সুস্থ হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।

খবর সারাবেলা / ৩০ মে ২০২১ / এমএম