৯০ কোটি খরচ করে যেমন স্কোয়াড পেল মোস্তাফিজের দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের নিলাম ছিল চমক, বিস্ময় আর হতাশায় ভরা। অনেকে তারকা ক্রিকেটার দল পাননি, দলে পেলেও অনেকে আবার প্রত্যাশিত মূল্য পাননি। কিছু ক্রিকেটারকে আবার প্রত্যাশার বাইরে বেশি দামে কিনেছে দলগুলো।এবারের মেগা নিলামে ২৪ জন ক্রিকেটার কিনেছে মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটলস। এরপরও ১০ লাখ রুপি বেঁচে গিয়েছে দলটির। সর্বমোট ৮৯.৯০ কোটি টাকা খরচ করেছে দিল্লি।

২৪ ক্রিকেটারের মধ্যে ১৭ জন ভারতীয় এবং ৭জন বিদেশি। বিদেশিদের তালিকা বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি।দিল্লি সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ঋষভ পন্তের পেছনে। এ উইকেটরক্ষক-ব্যাটারকে ১৬ কোটি রুপিতে কিনেছে দলটি।দ্বিতীয় সবোর্চ্চ দাম পেয়েছেন শার্দুল ঠাকুর। ভারতীয় তারকাকে পেতে ১০ কোটি ৭৫ লাখ খরচ করেছে দিল্লি।

দ্বিতীয় সবোর্চ্চ দামও পেয়েছেন ভারতীয়ই। স্পিন-অলরাউন্ডার অক্ষর প্যাটেল ৯ কোটি রুপিতে কিনেছে তারা।এরপর ওপেনার পৃথ্বী শকে সাড়ে ৭ কোটিতে, প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়াকে সাড়ে ৬ কোটিতে কিনেছে দিল্লি। নরকিয়ার সমান দাম পেয়েছেন অসি পেসার মিচেল মার্শ।গত আসরে সানরাইজ হায়দ্রাবাদের তারকা ডেভিড ওয়ার্নার এবার থিতু হতে চলেছেন দিল্লিতে। অসি ওপেনারকে ৬ কোটি ২৫ লাখে পেয়ে গেছে দিল্লি।

ভারতীয় পেসার খলিল আহমেদকে ৫ কোটি ২৫ লাখে কিনে চমক দেখিয়েছে দিল্লি। এছাড়া চেতন সাকারিয়া ৪ কোটি ২০ লাখে দলে ভিড়িয়েছে তারা।বোলার কুলদীপ যাদব, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, কেএস ভরত ২ কোটিতে কিনেছে দলটি। রোভম্যান পাওয়েলকে ২ কোটি ৮০ লাখে, মনদীপ সিং ১ কোটি ১০ লাখে এবং ললিত যাদব ৬৫ লাখে কেনা হয়েছে।

প্রথম দিকে নিলামে অবিক্রীত প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদিকে ৫০ লাখে পেয়েছে দলটি। একই দামে কেনা হয়েছে যশ ধুল, প্রবীণ দুবে ও টিম সেইফার্টকে।২০ লাখের তালিকায় রয়েছেন – অশ্বিন হেব্বার, সরফরাজ খান, ভিকি ওস্তওয়াল।একনজরে দিল্লির স্কোয়াডের ২৪ ক্রিকেটার -ঋষভ পন্ত (অধিনায়ক), শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, খলিল আহমেদ, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, কেএস ভরত, রোভম্যান পাওয়েল, মনদীপ সিং, ললিত যাদব, লুঙ্গি এনগিদি, যশ ধুল, প্রবীণ দুবে, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, রিপল প্যাটেল, সরফরাজ খান, ভিকি ওস্তওয়াল, কমলেশ নাগারকোটি।

খবর সারাবেলা / ১৪ ফেব্রুয়ারি ২০২২ / এমএম