২০ জুলাই সৌদিতে ঈদুল আজহা

আগামী ২০ জুলাই সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ৯ জুলাই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নতুন মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১০ জুলাই জিলকদ মাসের শেষ দিন ধরে ১১ জুলাই জিলহজ মাস শুরু হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। ফলে জিলহজ মাসের দশম দিন হিসেবে ২০ জুলাই ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়া হয়।শনিবার আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে এ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে সৌদিতে অবস্থানরতরা ছাড়া অন্যরা হজ পালনে যেতে পারেননি। গত মাসের শুরুতে সৌদি আরব জানায়, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর শুধু সৌদি আরবে অবস্থানরত মুসলিমরাই হজ পালনের সুযোগ পাবেন, ফলে দেশটির বাইরে থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাননি।।

দেশটির হজ ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রণালয় বলছে, এবার সর্বোচ্চ ৬০ হাজার ব্যক্তিকে তারা হজ পালনের অনুমতি দিচ্ছে এবং তাদের অবশ্যই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। একই সাথে হজ পালনের জন্য টিকা গ্রহণকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।

খবর সারাবেলা / ১০ জুলাই ২০২১ / এমএম