১ কোটি আড়াই লাখ রুপি দিল আইওএ

করোনাভাইরাসের সংকট মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে ১ কোটি ২ লাখ ৫৬ হাজার ৩ টাকা দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)।এক বিবৃতিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ।

অলিম্পিক পরিবার হিসেবে আমরা জাতীর পাশে একজোট হয়ে দাঁড়াতে চাই। আমাদের বিশ্বাস আমরা আরও শক্তিশালী হয়ে দেশকে গর্বিত করতে পারব।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ৭১ হাজার মানুষ মৃত্যুবরণ করছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ। ভারতে প্রায় ৫ হাজার আক্রান্ত, মৃত্যুবরণ করেছে ১১১জন।

খবর সারাবেলা / ০৬ এপ্রিল ২০২০ / এমএম