হীরার বিশ্ববাজারে মন্দার প্রভাব পড়তে শুরু করেছে

হীরার বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের সবচেয়ে বড় হীরা উৎপাদনকারী প্রতিষ্ঠান ডি বিয়ারস চলতি বছরের জুলাই পর্যন্ত হিসাব দিয়ে এ তথ্য উঠে এসেছে। কোম্পানিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে মূল্যবান রতœটির চাহিদা কমেছে। চলতি বছরের প্রথম সাত মাসে হীরার বিশ্ববাজারে বেচাকেনা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কমেছে।

ডি বিয়ারসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ২৬৩ কোটি ৪০ লাখ ডলারের হীরা বিক্রি হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কমেছে। ২০১৮ সালের প্রথম সাত মাসে ৩৪২ কোটি ৪০ লাখ ডলারের হীরা বিক্রি হয়। সর্বশেষ সাইকেলে হীরা বিক্রি কমেছে ৫৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পর হীরার বিশ্ববাজারের আকার এখন ৯ হাজার কোটি মার্কিন ডলার। চীনে গত বছর হীরার বিক্রি কমেছে ৭ দশমিক ৮ শতাংশ, আর ভারতে কমেছে ১৩ শতাংশ। বিশ্বের মোট হীরা বিক্রির ২৩ শতাংশ হয় এই দুটি দেশে। তবে এককভাবে বিশ্বের সবচেয়ে বড় হীরার বাজার যুক্তরাষ্ট্রে গত বছর হীরার বিক্রি ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময়ে হীরার বাজারের মন্দার খবরটি এলো, যখন পণ্যটির বিক্রি বাড়াতে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো নানা উদ্যোগ নিচ্ছে। হীরার বিক্রি বাড়াতে এ বছর ১৫ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে ডি বিয়ারস। ২০০৮ সালের পর বিপণনের জন্য এক বছরে এত খরচ আর করেনি প্রতিষ্ঠানটি। ১৯৮০-এর পর জন্ম নেওয়া মিলেনিয়াম প্রজন্মকে হীরার প্রতি আগ্রহী করে তুলতে বিশেষ পরিকল্পনাও নিয়েছে প্রতিষ্ঠানটি। হীরার বিক্রি বাড়াতে ১৯৪০-এর দশকে ডি বিয়ারস তৈরি করেছিল ‘হীরা চিরদিনের’ শীর্ষক একটি স্লোগান, যা সে সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে মূল্যবান এ ধাতুর বৈশ্বিক উত্তোলন কমতে থাকবে। নতুন হীরার খনির অপ্রতুলতার কারণে আগামী বছরগুলোয় চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে। যদি সামনের বছরগুলোয় কোনো গুরুত্বপূর্ণ খনির আবিষ্কার করা না হয়, তাহলে ২০২০ সালের পর থেকে হীরার সরবরাহ কমে আসতে পারে। এতে বার্ষিক ৯ হাজার কোটি ডলারের বাজারটি আগামী দিনগুলোয় নানা সমস্যায় পড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে প্রতিবেদনে।

 

খবর সারাবেলা/ ০৮ সেপ্টেম্বর ২০১৯/ টি আই