হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে ‘অসদাচরণের’ দায়ে তদন্ত
হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে ‘অসদাচরণের’ দায়ে তদন্ত কাজ শুরুর পর থেকে তাদের দায়িত্ব থেকে সাময়িক সরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও তিন বিচারপতির নাম রাখা হয়নি। এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি একেএম জহুরুল হক।
সূত্র জানিয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠায় হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে আপাতত তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। এ কারণে বৃহস্পতিবারের (২২ আগস্ট) কার্যতালিকায় তাদের নাম রাখা হয়নি।
তবে তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমিও শুনছি। তবে, আমার সাথে এখনও কারও কথা হয়নি। কী করা হচ্ছে, তাও জানি না।’
খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০১৯ / টি আই