স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে দোকান বন্ধ: মালিক সমিতি

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খুলার অনুমতি দিয়েছে সরকার। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে দোকান কিংবা প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে বলেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।সোমবার (১১ মে) সংগঠনটির সভাপতি এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান।

হেলাল উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ্ করা গেছে যেসব ক্রেতা শপিং করতে এসেছেন তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই কেনাকাটা করছেন। মার্কেটগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি আমরা সামাজিক গুরুত্ব বজায় রাখার চেষ্টা করছি। তারপরও যদি কেউ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন; সেক্ষেত্রে বিভিন্ন সমিতি ও মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করব- তাৎক্ষণিকভাবে দোকান কিংবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন। প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন।

তিনি বলেন, আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে আছি; তাই কোনো মতেই বেখেয়াল হলে চলবে না।গত ৪ মে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল আগামী ১০ মে থেকে খুলে দেয়ার কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সকাল ১০টায় খুলে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। একইসঙ্গে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ১ হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আত্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে।

খবর সারাবেলা / ১১ মে এপ্রিল ২০২০ / এমএম