স্বাধীনতার পাল

স্বাধীনতা
তুমি হাজার প্রাণের বিনিময়ে অর্জিত
দুর্নীতি নিযার্তনে সর্ব প্রান্তর
মায়ের মুখে সন্তান হারানোর চাপ
তবুও লাল-সবুজের পতাকায় মান।

স্বাধীনতা
আজও বাংলায় সন্ত্রাসীর আর্বিভাব
অনয় গ্রস্থ সর্ব অফিসপাড়া
অন্নের খুঁজে কিশোরী দিশেহারা
পুটপাতে রাত্রীযাপনে পথহারা।

স্বাধীনতা
মানুষের জীবনের নেই নিরাপত্তা
নব-প্রজন্ম লাশ হয়ে ঘরে ফেরা
প্রশংসা কুড়াতে টিভি ক্যামেরায় ভাসা
দুর্নীতির অপরাধে জেল খানায় ঠাসা।

স্বাধীনতা
নেতৃত্বের জন্য ধর্মের নীতি বেচা-কেনা
শ্রেণীর বৈষম্যে ক্ষমতা দখলের মহড়া
বেশ-বোশনে তারাই শিয়ালের রাজা
রাত্রী হলে কুকুরের ছানা খুঁজা।

স্বাধীনতা
যুগের পর যুগ শত গ্লানি মুছা
আবার ব্যথা ভুলে স্বপ্ন দেখা
একুশ শতকের আলোয় গাও গান
একাত্তরের চেতনায় উড়াও পাল।

খবর সারাবেলা / ২৮ মার্চ ২০২২ / এমএম