সৌরভ গাঙ্গুলীর জায়গায় বসলেন ‘রেলকর্মীর ছেলে’

কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর রেখে যাওয়া ভারতীয় ক্রিকেট কন্টোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির চেয়ারে বসলেন রেলকর্মীর ছেলে রজার বিনি।বিসিসিআইয়ের নতুন সভাপতির দায়িত্ব নিয়েই বিন্নী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের দায়িত্ব ভালোভাবে পালন করবেন। যদি মনে করেন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, নেবেন কিন্তু বিতর্কে জড়াবেন না।

স্কুলজীবন থেকেই ক্রিকেট, ফুটবল, হকিসহ বেশ কয়েকটি খেলায় পারদর্শী ছিলেন বিনি। হকিতে খেলতেন লেফ্ট ব্যাক, ফুটবলে গোলরক্ষক। কিন্তু ক্যারিয়ারের জন্য শেষপর্যন্ত ক্রিকেটকেই বেছে নেন ডানহাতি এই অলরাউন্ডার। মূলত পেশায় রেলকর্মী বাবার পছন্দের খেলা হওয়ার কারণেই ক্রিকেটকে বেছে নেন তিনি।

১৯৭৫ সালে প্রথম কর্নাটক দলে খেলার সুযোগ পান বিনি। রঞ্জি ট্রফিতে ভালো খেলায় সুযোগ পান ভারতীয় দলে। ভারতীয় দলে বিনির সেরা সময় ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল। বিশ্বকাপের কয়েক মাস আগে দল থেকে বাদ পড়েছিলেন। তাকে বিশ্বকাপের দলে রাখতে নির্বাচকদের সঙ্গে ঝগড়া করেছিলেন অধিনায়ক কপিল দেব। অধিনায়কের সেই ভরসার দামও দিয়েছিলেন বিনি।

১৯৮৩ সালের বিশ্বকাপে সব থেকে বেশি ১৮টি উইকেট নিয়েছিলেন। দুই বছর পরে ১৯৮৫ সালের বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপেও সব থেকে বেশি উইকেট তার দখলে ছিল। সেবার ১৭টি উইকেট নিয়েছিলেন।ক্রিকেট থেকে অবসরে কোচিংয়ে ক্যারিয়ার গড়া বিনির অধীনেই ২০০০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় পায় ভারত। সেই দলের নেতৃত্ব দেন মোহাম্মদ কাইফ।রজার বিনি এখন গলফ ছাড়া অন্য কোনো খেলা খেলতে পারেন না। প্রতি সপ্তাহে দুই দিন গলফ খেলতে যান। তিনি বলেন, গলফ খেলতে ধৈর্য লাগে। আমার সেটা আছে। তাই এই খেলাটা ভালো লাগে।

খবর সারাবেলা / ১৮ অক্টোবর ২০২২ / এমএম