সৌদি থেকে ৪১৫ বাংলাদেশি ফিরেছেন

বৈশ্বিক মহামারী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে সৌদি আরবের রিয়াদে আটকা পড়া ৪১৫ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।শুক্রবার (৩ জুলাই) ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা ফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক একটি ফ্লাইটে মিসরের কায়রোর উদ্দেশে দেশ ছেড়েছেন ১৪০ বাংলাদেশি। করোনার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

খবর সারাবেলা / ০৩ জুলাই ২০২০ / এমএম