সৌদি আরবে ইতিহাস গড়লেন নারী নিরাপত্তারক্ষীরা

পবিত্র হজে এবার মক্কা-মদিনায় প্রথমবারের মতো পুরুষদের পাশাপাশি নারী রক্ষীরাও দায়িত্ব পালন করেছেন।ইতিহাসে প্রথমবার নারীদের মক্কা ও মদিনার নিরাপত্তারক্ষী হওয়ার অনুমতি দিল সৌদি সরকার। খবর রয়টার্সের।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে আরবের একাধিক প্রাচীন নিয়ম পাল্টেছেন। গাড়ি চালানোয় নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার আমলেই।

সৌদি সমাজে নারীদের আরও স্বাধীনতার পক্ষে সায় দিয়েছেন তিনি। তার ইচ্ছাতেই এই নতুন সিদ্ধান্ত, যেখানে মহিলাদের নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত করা হলো।২০২১ সালে সৌদি সেনা ও পুলিশে নারীদের অংশগ্রহণের বিষয়ে ছাড়পত্র দিয়েছিল প্রশাসন। তারপরেই মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে এই নারীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।জ্যাকেট ও পাজামা পরিহিত এই নারী নিরাপত্তরক্ষীরা সৌদি আরবের প্রথাগত পোশাকের বাইরে বেরিয়ে একটি উদাহরণ তৈরি করেছেন।

খবর সারাবেলা / ২৪ জুলাই ২০২১ / এমএম