সৌদিতে কদর বেড়েছে সিনামা হলের

সৌদি আরবে ১৯৭০ সালের পর দেশটির ইসলামিক নেতারা সিনেমা হলগুলো বন্ধ করে দেন।এর পর ৩৫ বছর ধরে সেখানে কোনো সিনেমা হল ছিল না। ২০১৮ সালে সিনেমা হলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় দেশটির রাজ পরিবার। খবর সৌদি গ্যাজেটের।এই দীর্ঘ বিরতির পর ২০১৮ সালের ১৮ এপ্রিল রিয়াদে চালু হয় দেশটির প্রথম সিনেমা হল। সিনেমার কদর বাড়ায় দেশটিতে বাড়ছে হলের সংখ্যাও।

গত তিন বছরে ১১টি প্রতিষ্ঠানকে সিনেমা হল নির্মাণ এবং চলচ্চিত্র প্রদর্শনের লাইসেন্স দেওয়া হয়েছে। বড় শহরগুলোর পাশাপাশি সৌদির গ্রামাঞ্চলেও বেড়েছে বিদেশি সিনেমার কদর।সেজন্য বিশ্বের সবচাইতে বড় সিনেমা হল চেইন অ্যামেরিকান মুভি ক্লাসিকস বা এএমসির সাথে চুক্তি হয়েছে দেশটির।

বিনোদনের নানা উৎসে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।বর্তমানে দেশটির ১২টি শহরে ৩৪টি সিনেমা হলে ৩৫ হাজার দর্শক ছবি দেখার সুযোগ পাচ্ছেন।বাড়িতে অনেকে বড় পর্দায় ছবি দেখতে পারলেও সিনেমা হলে গিয়ে ছবি দেখার আলাদা আমেজ রয়েছে। এ কারণেই সৌদিতে সিনামা হলে বেড়েছে দর্শনার্থীদের ভিড়।

খবর সারাবেলা / ০৭ সেপ্টেম্বর ২০২১ / এমএম