সোনার বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান

August 29, 2019

বুধবার বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বিশাল চত্বর প্রাঙ্গণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়ার পরিচালনায় ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পলাশ থেকে নির্বাচিত এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুর থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি আলাহাজ্ব কামরুজ্জামান কামরুল, নরসিংদী সদর উপজেলা চেয়াম্যান আলহাজ্ব সফর আলী ভূঁইয়া, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক শরীফ প্রমুখ।

শিল্পমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগকে সংঘটিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের অনেকেই নিজেদের যোগ্যতায় মন্ত্রী, এমপি ও মেয়র উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সবাই শুধু উপরের দিকেই তাকাবেন না, নীচের দিকেও তাকান। জাতির আশা আকাঙ্খা বাস্তবায়নে উন্নয়নের কর্মকাণ্ডে ও দেশ গড়ায় ঝাঁপিয়ে পড়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

খবর সারাবেলা / ২৯ আগস্ট ২০১৯ / টি আই