সৈয়দপুরে জমে উঠেছে কুলের পাইকারি বাজার

সৈয়দপুরে জমে উঠেছে বাউকুল ও আপেলকুলের বাজার। জমজমাট এই কুলের বাজার চলছে সারা দিন। নীলফামারীর সৈয়দপুর ১ নম্বর ঘুণ্টি এলাকায় রেললাইন ঘেঁষে বসছে এই কুলের বাজার।

জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, ঈশ্বরদী প্রভৃতি এলাকা থেকে আসছে এসব কুল। এখান থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা মণ দরে কুল কিনে নিয়ে যাচ্ছেন।

জয়পুরহাট থেকে আসা পাইকার আবু তালেব জানান, সকালের ট্রেনে পাঁচ কাটন বাউকুল ও ছয় কাটন আপেলকুল নিয়ে এসেছেন। কুলচাষি রমজান আলী জানান, নিজের বাগানের বাউকুল নিয়ে এসেছি। দামও ভালো পাওয়া যাচ্ছে।

খবর সারাবেলা / ৩১ জানুয়ারি ২০২১ / এমএম