সেমিফাইনালে দুরন্ত রাফায়েল নাদাল
আর মাত্র দুই ম্যাচ। এ দুটি ম্যাচ জিতলেই ইউএস ওপেনের শিরোপা শোভা পাবে রাফায়েল নাদালের হাতে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন তারকা ডিয়েগো শোয়ার্জম্যানকে ৬-৪, ৭-৫, ৬-২ সেটে হারিয়ে সেমিতে উঠেছেন এই স্প্যানিশ তারকা।
শিরোপা জেতার পথে মূল দুই বাধা বাদ পড়েছেন আগের রাউন্ডগুলোতে। ফলে নোভাক জোকোভিচ বা রজার ফেদেরারকে নিয়ে কোনো ভয় নেই। সেমিতে বাকি যারা উঠেছেন, তাদের প্রত্যেককেই রাফায়েল নাদাল হেসেখেলে হারানোর যোগ্যতা রাখেন। তাই বলা যেতেই পারে, এবার ইউএস ওপেন জিততে চলেছেন রাফায়েল নাদাল, অপেক্ষা শুধু সময়ের! কোয়ার্টার ফাইনালে ডিয়েগো শোয়ার্জম্যানকে ৬-৪, ৭-৫, ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন ‘স্প্যানিশ ম্যাটাডোর’। সেমিতে লড়বেন চব্বিশতম বাছাই ইতালিয়ান খেলোয়াড় মাত্তেও বেরেত্তিনির সঙ্গে।
খবর সারাবেলা/ ০৫ সেপ্টেম্বর ২০১৯/ টি আই