সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে চরম মূল্য দিতে হবে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভোক্তা ও কৃষককে সমন্বয় করে চাল আমদানি নীতিমালা করেছে সরকার। করোনাভাইরাসের এ দুর্ভোগে মানুষের সেবা করার সময়। নিজেদের সুবিধার জন্য কোনো চাল ব্যবসায়ী বা মিলাররা যদি চালের বাজার বাড়িয়ে দিয়ে ভোক্তাদের কষ্ট দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তাদের কোনো ক্রমেই ছাড় দেয়া হবে না। রোববার সাপাহার উপজেলার আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা এবং প্রতিবন্ধী ও ক্যান্সার লিভার সিরোসিস রোগীদের এককালীন চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, যেসব চালকল মালিক গত মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি তাদের এক থেকে তিন বছর মেয়াদে শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া চালকলে চাল উৎপাদন ক্ষমতার ওপর নির্ভর করে আগামীতে আবারও সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাজাহান হোসেন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীসহ সরকারের অন্যান্য কর্মকর্তাসহ আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সমন্বয় সভা ও প্রতিবন্ধী ও ক্যান্সার লিভার সিরোসিস রোগীদের এককালীন চেক দেন।
খবর সারাবেলা / ২১ সেপ্টেম্বর ২০২০ / এমএম